বিমান থেকে নেমে গেলেন কারাগারে

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

নিহত হুমায়ুন কবির (৪০) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। হুমায়ুনের প্রথম স্ত্রী ২০১৭ সালে ভোলা কোর্টে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিন বছরের সাজা ঘোষণা করেন বিচারক। সে ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শনিবার রাতে দেশে আসার খবর পেয়ে হুমায়ুনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর লালমোহন থানায় এনে রোববার দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।