ঢাবি ছাত্রী ধর্ষণ ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার তদন্ত ঢাকা মহানগর (উত্তর বিভাগ) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার (৬ জানুয়ারি) রাতে মামলাটির তদন্ত ভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জনান, মামলার তদন্ত বিষয়ক সব তথ্য ডিবিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।প্রসঙ্গত, গেলো রোববার বিকেল সাড়ে ৫টায় আসন্ন পরীক্ষার জন্য একসঙ্গে পড়তে সহপাঠীর শেওড়ার বাসার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা হন ওই শিক্ষার্থী। এরপর সন্ধ্যা ৭টার দিকে ভুল করে একটি স্টপেজ আগে কুর্মিটোলায় নেমে পড়েন তিনি।

বাস থেকে ভুল স্টপেজে নেমে যাওয়ায় কুর্মিটোলা থেকে হেঁটে শেওড়ার দিকে যাচ্ছিলেন তিনি।এসময় তার মুখ চেপে ধরে একটি নির্জন এলাকায় নিয়ে যায় ধর্ষক। এরপর ধর্ষণের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই শিক্ষার্থী।এদিকে, ধর্ষণের এ খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল রূপ ধারণ করে ঢাবি বিশ্ববিদ্যালয়।