জাটকাসহ ১৬ জেলে আটক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ বরগুনা পাথরঘাটার বঙ্গোপসাগরের মোহনা থেকে এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার থেকে ৭ মণ জাটকাসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবৈধ জালের বিরুদ্ধে কম্বিং অভিযান শুরু হয়। অভিযানকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে পটুয়াখালীর মামুনের মালিকানা এফবি মায়ের দোয়া ট্রলার পাথরঘাটার দিকে আসার পথে আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে যাওয়া চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে ওই ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করা হয়।

ট্রলারে প্রায় সাত মণ জাটকা, ৪টি বেহুন্দি ৮টি চিংড়ি জাল জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবৈধ জালের বিরুদ্ধে কম্বিং অভিযান শুরু হয়েছে। আটকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিদেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।