পদ্মায় ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড়

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-মেঘনার অববাহিকায় ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতদিয়া এলাকায় অন্যান্য দিনের মতো পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জয়নাল সরদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।

জয়নাল সরদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। মঙ্গলবার ভোরে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে গেলে ৫ নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি নিলামে কিনে নেন।

চান্দু মোল্লা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনেন জেলে নুরাল মোল্লা। ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন তিনি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ হলেই মাছটি বিক্রি করবেন।