ঘোড়াঘাটে খাটো জাতের নারিকেল চাষে সফল আবু সায়াদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; নারিকেল গাছ পৃথিবীর অন্যতম প্রয়োজনীয় ও জীবনের গাছ হিসেবে খ্যাত। এটি মানুষের খাদ্য, জ্বালানি, প্রসাধনী, ভেষজ ঔষধ সরবরাহ সহ নানাবিধ কাজে ব্যবহার করা হয়। নারিকেলের বিভিন্ন জাত হলেও এর মধ্যে অন্যতম ভিয়েতনামি বা খাটো জাতের নারিকেল গাছ। আর এই ভিয়েতনামি বা খাটো জাতের নারিকেল বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে ফল ও চারা বিক্রি করে আর্থিক ভাবে সফলতা পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজী আবু সায়াদ চৌধুরী। তিনি চৌধুরী গোপালপুর গ্রামের মৃত সামসুল হুদা চৌধুরীর ছেলে। জানা গেছে কাজী আবু সায়াদ চৌধুরী ২০১৬ সালে উপজেলার বিলপাড়া গ্রামের পরিত্যক্ত পুকুর পাড়ের জমিতে খাটো জাতের ৫০ টি ভিয়েতনামি চারা লাগান। চারা লাগানোর তিন বছর পর গাছে ফুল আসা শুরু হয়। ফুল আসার ৬-৭ মাস পর ডাব এবং নারিকেল পান তিনি। এখন বছরে একবার তিনি ডাব ও নারিকেল পাচ্ছেন। বর্তমানে তিনি দুই একর জমিতে এই নারিকেলের চাষ করছেন। সেখানে ৫০ টা গাছে ফল ধরছে আর বাকিগুলো তিনি চারা তৈরি করেন বিক্রি করেন। আবু সায়াদ চৌধুরী বলেন, ভিয়েতনামি নারকেল গাছের চার প্রতিটি ৮ শত থেকে ১ হাজার টাকার দরে এবং ডাব ও নারিকেল পাইকারি প্রতি পিচ ৭০ টাকা দরে বিক্রি করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন বলেন, পরিত্যক্ত পুকুর পাড়ে ভিয়েতনামি নারিকেল চাষ করে সফল হয়েছেন কাজী আবু সায়াদ চৌধুরী। বর্তমানে তিনি চারা তৈরি করে ও নারিকেল বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নারিকেল চাষে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে ভতুর্কি মূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পঞ্চগড়ের সর্ষে ক্ষেত সূর্যমুখী ফুলের হাসিতে হাসছে পঞ্চগড় ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক পাটের বাম্পার ফলনের সম্ভাবনা ভুট্টায় ভাগ্য ফিরেছে কৃষকদের ড্রাগন চাষে সফল রাজশাহীর মোফাক্কার বেগুনের বাম্পার ফলন, দ্বিগুণ খরচে লোকসানের আশঙ্কা দিনাজপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁপে চাষ ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি SHARES Matched Content কৃষি বিষয়: আবু সায়াদখাটো জাতেরঘোড়াঘাটেনারিকেল চাষেসফল