লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে মক্কায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : গতকাল সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোত পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার রমজানে মক্কা-মদিনায় লাখ লাখ মুসল্লি অবস্থান করেন। যা পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার মক্কায় ঈদের জামায়াতে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেন। জানা যায়, সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হয়েছে এবারের রমজান। শুক্রবার ভোরে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। ওমরা পালক করতে আসা লাখ লাখ মুসল্লি এবার মক্কায় ঈদ উদযাপন করেন। কাবা প্রাঙ্গণে ঈদের নামাজে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ। কাবা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের রাস্তাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। খবর হারামাইন শরিফাইনের এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি মুসল্লি খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন। সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে। কারণ, এসব দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। Share this:FacebookX Related posts: মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়িহামলা আবার ছায়া উপমন্ত্রী টিউলিপ করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৮৮৪ জন নিজের সিদ্ধান্তে ওষুধ খেয়ে স্বামীর মৃত্যু, মৃত্যুশয্যায় স্ত্রী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সুচির ২৪ মন্ত্রী বরখাস্ত করেছে সেনাবাহিনী মালয়েশিয়ায় বিপুল সংখ্যক পাসপোর্ট নবায়নের আবেদন পুতিনের সমালোচক নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিল যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে বিধিনিষেধ বাড়লো আরো ১৬ দিন মহামারি নির্মূলে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে: ডব্লিউএইচও SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অংশগ্রহণেঈদুল ফিতরেরজামায়াত অনুষ্ঠিতমক্কায়লাখ লাখ মুসল্লির