আসাদ কীভাবে মস্কোতে গেলেন, এখন কী করা হবে জানালো রাশিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের মুখে দেশ ছেড়ে পালান দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মিত্র দেশ রাশিয়া জানিয়েছে, বাশার আল–আসাদকে তারাই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে।রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ মঙ্গলবার এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে জানান, বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাশার আল–আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। তিনি এখন সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে প্রমাণ হয়েছে, নজিরবিহীন পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়।বাশার আল–আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে (গ্রেপ্তারি পরোয়ানা জারি), তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। কী পরিস্থিতির কারণে তিনি রাশিয়ায় এলেন বা কীভাবে বিষয়গুলোর নিষ্পত্তি হবে, সেগুলো নিয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বলে জানান রায়াবকভ।সিরিয়ায় রোববার (৮ ডিসেম্বর) বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল–আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। তার বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। এর আগে সোমবার ক্রেমলিন জানায় তারা বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাশার আল-আসাদের পতনের তিন দিনের মাথায় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির। তার প্রতি আসাদকে উৎখাতকারী বিদ্রোহীদের সমর্থন রয়েছে। Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া রাশিয়ায় নতুন সরকার গঠন করলেন পুতিন অস্ত্র উৎপাদনে রাশিয়াকে টপকে বিশ্বে দ্বিতীয় চীন করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের বিক্ষোভে উত্তাল রাশিয়া : মস্কো লকডাউনড করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া গণহারে ইউক্রেনীয়দের নাগরিকত্ব দেবে রাশিয়া ইউক্রেনে কঠিন পরিস্থিতির মুখে রাশিয়া নৌবহরে হামলার জেরে খাদ্যশস্য রপ্তানির চুক্তি স্থগিত করেছে রাশিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘হস্তক্ষেপের’ চেষ্টা চলছে: রাশিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আসাদকীভাবে মস্কোতে গেলেন এখন কী করা হবে জানালোরাশিয়া