পশ্চিমবঙ্গে বিধিনিষেধ বাড়লো আরো ১৬ দিন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরো ১৬ দিন বাড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বিধিনেষেধ দেওয়া হয়।

মমতা বলেন, আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধিনিষেধ। এর আগে যা যা বিধিনিষেধ ছিল, সেগুলিই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তারা কাজ করতে পারবেন।