পুতিনের সমালোচক নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃসাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। গত অগাস্টে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হন নাভালনি। অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। এখন স্থগিত ওই দণ্ডই কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এই মামলায় সাজা হওয়ার পর এক বছর গৃহবন্দি দশায় কাটিয়েছেন নাভালনি। রায় অনুযায়ী, ওই এক বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে। আদালতে বক্তব্যে প্রেসিডেন্ট পুতিনকে ‘বিষ প্রয়োগকারী’ আখ্যায়িত করেছেন নাভালনি। তার ওপর এই হামলার জন্য তাকে দায়ী করেছেন তিনি। রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। তবে পুরো এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। এ সময় নাভালনির তিন শতাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী। তার সাজা ঘোষণার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। কাউন্সিল অব ইউরোপ এই রায়কে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব একে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যায়িত করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, এই রায় জনগণের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি আঘাত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন অবিলম্বে নাভালনির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। ‘জনগণের অধিকার রক্ষায় ব্যর্থতার’ জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। Share this:FacebookX Related posts: ওয়াকিটকি মামলায় সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে এক বছরের বেশি সময় পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি সামরিক খাতে বরাদ্দে ৩০ বছরের রেকর্ড ভাঙছে ব্রিটেন আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেন কিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ করোনা : আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্যপ্রাচ্যে প্রথম পরমাণু স্থাপনা চালু করল আমিরাত আফগানিস্তানে মাদরাসায় হামলা, ইমামসহ ১১ শিশু নিহত ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি সুইং স্টেটের ৬টিতে বাইডেন, ২টিতে এগিয়ে ট্রাম্প বাইডেনের অভিষেকে গাইবেন লেডি গাগা, নাচবেন লোপেজ বাইডেনের শপথ ঘিরে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কারাদণ্ডপুতিনের সমালোচক নাভালনিরবছরেরসাড়ে তিন