ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে ১১ হাজার ৪০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন। শনিবার এমনটি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৬৪ জন। এছাড়া ভারতের এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে ।