দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস সমর্থিত মিছিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে। বিবিসি বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন। তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তিনি আরও বলেন, বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!’, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ’ এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রিও থাকবেন বলে শোনা যাচ্ছে। এর আগে কলকাতা ও আগরতলার ডেপুটি হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাইকমিশন ভবনে হামলা ও কর্মরতদের মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়গুলো প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের লক্ষ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতীয় এই কর্মকর্তা। কিন্তু তার সফরের পরদিনই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এমন বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেল। Share this:FacebookX Related posts: তীব্র শৈত্যপ্রবাহে দিল্লিতে মদপান নিষেধ দিল্লিতে করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া দিল্লিতে ১৮ বছরের উপরের সবার জন্য টিকা করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অচল মুম্বাই ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ কংগ্রেসে হামলা জাতির ‘বড় লজ্জা’ : ওবামা ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভূমিকম্পে কাঁপল চীন ইউক্রেনে অবস্থান করছেন পশ্চিমা স্পেশাল ফোর্সের সেনারা! SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অভিমুখেআরএসএস সমর্থিত মিছিলদিল্লিতেবাংলাদেশ হাইকমিশন