ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদনের পর এবার মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, মডার্নার ভ্যাকসিন নিরাপদ এবং করোনাভাইরাস মোকাবিলায় ৯৪% শতাংশ কার্যকর। অনুমোদন পেলে এটি হবে দ্বিতীয় ভ্যাকসিন যা যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ব্যবহৃত হবে। মঙ্গলবার এফডিএ’র বিজ্ঞানীরা ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। যুক্তরাষ্ট্রে সোমবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রদানের পরের দিনই বিজ্ঞানীদের কাছ থেকে এই মতামত এলো। ভ্যাকসিন সম্পর্কে এফডিএ’র ৫৪ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ‘কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি’ এবং মারাত্মক ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। এ সপ্তাহের শেষের দিকে এফডিএ’র প্রধান এবং বিশেষজ্ঞ দলের অনুমোদন পেলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লিখিত তথ্যমতে, ৩০ হাজার ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে ভ্যাকসিনের ৯৪.১ শতাংশ কার্যকারীতা পাওয়া গিয়েছে। মডার্নার ভ্যাকসিনের সবচেয়ে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেছে তার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা এবং মাংসপেশি ও গিরায় ব্যথা। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের পক্ষে ভোট দেয়ার আগেও এফডিএ একই রকম তথ্য জানিয়েছিল। ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও দুইবার নেয়া লাগবে। প্রথমবার নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ‘বুস্টার শট’ নিতে হবে। ম্যাসচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন পেলে তারা ব্যাপক সংখ্যক ভ্যাকসিন উৎপাদন শুরু করবে। Share this:FacebookX Related posts: ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন ফাইজারের ভ্যাকসিন অনুমোদন পেল যুক্তরাজ্যে প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধের বিশাল প্রস্তুতি ইরানের, আতঙ্কে যুক্তরাষ্ট্র! খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প ৬ মাস পর খুলল তাজমহল হারিকেন ডেল্টার পর যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, স্রোতে ভেসে যাচ্ছে মানুষ-গাড়ি বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অনুমোদনদিতেপরফাইজারেরভ্যাকসিনেরমডার্নারযাচ্ছেযুক্তরাষ্ট্র