চাঁদপুরে প্রায় অর্ধ শত গ্রামে ঈদ-উল ফিতর পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : আজ ২১ এপ্রিল (শুক্রবার) সৌদি আরবে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করে ঈদ-উল ফিতর পালিত হচ্ছে। আজ দেশটিতে ঈদ উদযাপন করছেন মুসলমানরা। বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা না গেলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার হাজীগঞ্জের ৯টি গ্রামসহ চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদ-উল ফেতর পালিত হচ্ছে। চাঁদপুরের প্রায় অর্ধ শতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর পালিত হয়েছে। প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক। সেই থেকে বেশ কয়েকটি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। জানা গেছে, সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাও. ইসহাক ১৯২৮ সাল থেকে বিশ্বের যেকোনো দেশে সর্ব প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতি বছর ঈদ ও রোজা পালন করা হয়। এছাড়াও শবে বরাত, শবে কদর এবং শবে মেরাজসহ ধর্মীয় অনুষ্ঠান এভাবেই পালিত হয়। জানাযায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেশপুর,প্রতাপপুর, বলাখাল, মনিহার, অলীপুর, রাজারগাঁও, ঝাকনি, মেনাপুর গ্রাম। ফরিদগঞ্জ উপজেলার কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, কামতা, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, টোরামুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, হাঁসা ও গোবিন্দপুর এবং মতলব উত্তর উপজেলার আমিয়াপুর গ্রামের একাংশ, মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, গাজীপুর গ্রামের একাংশ,মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ, পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়ায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন এবং ঈদ উদযাপন করেন গ্রামবাসীরা। হাজীগঞ্জ সাদ্রার দরবার শরীফের পীর শাইখ মো.আরিফ চৌধুরী জানান, এ দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন। চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্ব সিদ্ধান্ত নেয়। আমরা তার ভিত্তিতে রোজা রাখি। মুসলিম বিশ্বের প্রথম চাঁদ দেখা গেলে রোজা ও ঈদ পালন করতে হবে। তবে নির্ভরযোগ্য সূত্র হতে হবে। Share this:FacebookX Related posts: চাঁদপুরে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন বিজিবির উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন গুইমারায় মোটর সাইকেল চালককে হত্যা: ওসির অপসারন দাবীতে উত্তাল গুইমারা চট্টগ্রামে ৫ দিনে ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আম্পানের প্রভাবে হাতিয়ায় ২৬ গ্রাম প্লাবিত নোয়াখালীত সেনাবাহিনীর পক্ষ থেকে এতিমদের জন্য ঈদ উপহার প্রদান ফুলগাজী-পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি নবীনগরের তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও র্যালি বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ঈদ-উল ফিতর পালিতচাঁদপুরেপ্রায় অর্ধ শত গ্রামে