ঈশ্বরগঞ্জে ৩ রেস্টুরেন্টে অর্থদণ্ড

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে ভ্রাম‍্যমান আদালত রেস্টুরেন্টে এক অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন ও স‍্যানিটারী- পরিদর্শক বেদেনা আক্তারকে নিয়ে বুধবার দুপুরে উপজেলার রেস্টুরেন্ট গুলোতে এক অভিযান পরিচালনা করেন।

ওই সময় লাইসেন্স নবায়ণ না থাকা, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় কাশবন রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও হেঁসেল রেস্টুরেন্টকে ১ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ করেন। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ভুমি অফিসের দায়িত্বপ্রাপ্তরা এই অভিযানে দায়িত্ব পালন করেন।