হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি রাশেদুজ্জামান

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় হারিয়ে যাওয়া এক শিশুকে (৬) তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলা সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ০৭ জুলাই (মঙ্গলবার) মায়ের সঙ্গে একই উপজেলার ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে হারিয়ে যায় মহিশচরন গ্রামের আরব আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর।

পরে শিশুটিকে তার বাবা আরব আলী ও চাচার হাতে তুলে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শিশুটির বাবা ও তার চাচা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বৃহস্পতিবার রাতে জানান, উপজেলা সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে জানায় পেরীর মোড়ে একটি শিশু কান্নাকাটি করছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশু জাহাঙ্গীর (৬) কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি শুধু তার গ্রামের নাম ও বাবা-মায়ের নাম ছাড়া তার থানা বা জেলার নাম বলতে পারেনা।

তিন আরও জানান, পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায় শিশুটির বলা গ্রামটি পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলায়। পরে গৌরীপুর থানার পুলিশকে অবগত করা হলে তারা শিশুটির গ্রামের বাড়িতে খবর পাঠালে শিশুটির বাবা ও চাচা এসে কেন্দুয়া থানা থেকে শিশুটিকে নিয়ে যায়।