গৌরীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

কমল সরকার”গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের দরিদ্র বর্গা চাষী সৈকত মিয়া (৫০)। নিজের শারীরিক অক্ষমতা ও টাকার অভাবে ওই বৃদ্ধ তার জমির পাকা ধান কাটাতে পারছিলেন না।

এদিকে ধান কাটতে না পেরে করোনা সংকটের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছিল ওই কৃষককে। অসহায় কৃষক সৈকত মিয়ার এ খবর জানতে পেরে অবশেষে পাশে এসে দাঁড়ায় ছাত্রলীগের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) সারাদিন পরিশ্রম করে ওই কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে ঝাড়াই-মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের এ সহযোগিতায় সৈকত মিয়ার চোখে মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার এ বিষয়ে নিশ্চিত করে জানান, তার সঙ্গে এ ধান কাটা কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক ফজলে রাব্বী খান রিফাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী আসকর সোহাগ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রুমন, অন্তর খান পাঠান, মজিবুর রহমান খান সুমন, জাকিরুল ইসলাম, আহেদুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম চৌধুরী, উমর সানী প্রমুখ।