বন্যহাতী তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ অনলাইন ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতী তাড়াতে গিয়ে করিম (২৫) নামে এক কৃষক হাতীর পায়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত করিম উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় খবির মিয়া নামে আর এক কৃষক গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে (১৩ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত আাড়াইটার দিকে সোনাঝুড়ি পাহাড়ের কোলার ধান ক্ষেতে। জানা গেছে, ভারতের গহীন অরণ্য থেকে নেমে আসা বন্যহাতীর দল কৃষকের কষ্টে রোপণকৃত বোরো ধান খাওয়ার জন্য লোকালয়ের ধান ক্ষেতে নেমে পড়ে। এসময় ওই এলাকার কৃষকরা দল বেঁধে মশাল জ্বালিয়ে জীবন বাজি রেখে হাতী তাড়াতে যায়। এসময় একটি হাতী ক্ষিপ্ত হয়ে করিমকে পায়ের নিচে ফেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করিম নিহত হয়। এ ঘটনায় খবির নামে আর এক কৃষক গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ উপ-পরিদর্শক সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল এক শিশু শিক্ষার্থীর ৯৯৯ এর সফলতা: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক ৯৯৯ এর সফলতা-মাদ্রাসা ছাত্রী উদ্ধার: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক গৌরীপুরে লোকজনকে সচেতন করতে প্রশাসনের বিভিন্ন স্থানে প্রচারনা অব্যাহত ভালুকায় পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড গৌরীপুরে সোলার স্ট্রীট লাইটের উদ্বোধন করলেন এমপি নাজিম উদ্দিন ভালুকায় মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা প্রেমের টানে ভারতে স্কুলছাত্রী, ফেরত পাঠাল বিএসএফ গৌরীপুরে পুলিশের মাস্ক ক্যাম্পেইন হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষকেরতাড়াতে গিয়েপ্রাণ গেলবন্যহাতী