৯৯৯ এর সফলতা: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে ১০ জন অপহরণকারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শনিবার (০৮ ফেব্রুয়ারী) অপরাহ্নে উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর গ্রামে অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃতা শিক্ষার্থী উপজেলার বিষমপুর মিফতাহুল উলূম মহিলা মাদরাসা (৯ম) শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় অপহৃতা শিক্ষার্থীর পিতা হরমুজ আলী বাদী হয়ে হালুয়াঘাট থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যাহার নং-১১

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিষমপুর গ্রামের সাইদুল ইসলাম এর পুত্র বখাটে শাকিল (২১) সঙ্গীয় ফুলপুর থানার পশ্চিম ইমাদপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র শরীফুল ইসলাম ও আবুল সরকার এর পুত্র মিজানুর রহমান দিপু, কাজিয়াকান্দা গ্রামের আকিকুল ইসলাম এর পুত্র রাতুল ইসলাম, গোদারিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র মোনাদজেল আল মাহী, হারুন অর রশিদ এর পুত্র আওলাদ, হুছাইন মাহমুদ এর পুত্র নয়ন মিয়া, নজরুল ইসলাম এর পুত্র শাহাজাহান স¤্রাট, আকরাম হোসেন এর পুত্র সাহাব এবং পাইকপাড়া গ্রামের আঃ হালিম এর পুত্র আশিক অপহৃতার নিজ বাড়ী থেকে টেনে হিচড়ে মোটরসাইকেল যোগে অপহরণের চেষ্টাকালে শিক্ষার্থীর ডাক-চিৎকারে অপহৃতার নানা হাজী মোস্তাক আহমেদ নাসিমসহ স্থানীয়রা ৪টি মোটরবাইক ও উল্লেখিত অপহরণকারীদের আটক করে ৯৯৯ (জাতীয় জরুরী সেবা) নাম্বারে কল করেন।

৯৯৯ থেকে হালুয়াঘাট থানা পুলিশ উক্ত সংবাদ পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ও উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হয়ে অপহরণকারীদের তাৎক্ষণিক গ্রেফতার করেন। বখাটে শাকিল উক্ত শিক্ষার্থীকে দীর্ঘদিন যাবত ধরে উত্যক্ত করে আসছিল।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ৯৯৯ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে ৪টি মোটরবাইক সহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় অত্র থানায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।