বান্দরবান পৌর মেয়র আর নেই

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, গত ১৩ এপ্রিল রাতে শরীরে জ্বর আসে। সকালের দিকে পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে ১৪ এপ্রিল তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ এপ্রিল) ৬টায় তার মারা যান। আজ দুপুরের পরে বান্দরবান ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তোর বয়স হয়েছিল ৬৯ বছর।

এদিকে তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন।