কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানা ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান । প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল উদ্দিন ।

তিনি তার বক্তব্যে, মাদককে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন দালাল, মাদক ও জুয়া মুক্ত হবে কেন্দুয়া থানা । তিনি পুলিশের কাজে সকলকে সহযোগীতা করার আহ্বান জানান ।

একই সঙ্গে তিনি বলেন, যদি কোন পুলিশের সদস্য এসব অপরাধের সঙ্গে জড়িত থাকে তবে সেই পুলিশের সদস্যকে কঠোর শাস্তি দেয়া হবে । মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ।

উপজেলা কমিউনিটি পুুলিশের সভাপতি কামরুল হাসান ভূইয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,আশুজিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজউর রহমান বিপুল, আব্দুল্লাহ আল ফারুক সানা প্রমুখ ।