গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহ গৌরীপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামএর মনোনয়ন আপিল শুনানির পর বৈধ ঘোষণা করেছেন ময়মনসিংহ জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেয়া হয় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় থেকে।

এর পূর্বে গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর জন্য পৌর মেয়রের মনোনয়ন বাতিল ঘোষণা করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম গত ৫ জানুয়ারি বাতিলের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে আপিল কমিটি বরাবর আবেদন করেছিলেন।

উল্লেখ্য এবার গৌরীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন ও কাউন্সিলর পদে ৪৩ জন। সৈয়দ রফিকুল ইসলাম এর পূর্বে পর পর দুই বার মেয়র নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ জানুয়ারি ২০২১ গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।