সারদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে ; চাঁপাইনবাবগঞ্জে সোমবার চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় এবার ৫টি উপজেলার ২৮টি কেন্দ্রে ২০ হাজার ৪’শ ৫৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলায় ২’শ ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৩৩ টি দাখিল মাদ্রাসা, ১ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) ও মাধ্যমিক কারিগরী ভোকেশনাল ইন্সটিটিউট এবং দাখিল ভোকেশনালে ২০ হাজার ৪’শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ৬১৫৫ জন, গোমস্তাপুরের ৭টি কেন্দ্রে ৩৭৪১ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৭৩১৭ জন, নাচোলের ৫টি কেন্দ্রে ১৮৬৬ জন ও ভোলাহাটের ৪টি কেন্দ্রে ১৩৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।