নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি করায় যুবককে জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; নোয়াখালীর জেলা শহরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। বৃহস্পতিবার জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির সময় তাজুল ইসলামকে হাতেনাতে আটক করেন। এ সময় বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই তাজুল ইসলামকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তাজুল ইসলাম। জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ সময় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে চেয়ারম্যানের ছেলেসহ আটক ২, অস্ত্র উদ্ধার নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের বরন করলেন পুলিশ সুপার নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ নোয়াখালীতে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে জেলা পুলিশের ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত নোয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন নোয়াখালীতে নারীর প্রতিসহিংসতা রোধে সমাবেশ চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন নোয়াখালীতে লাইসেন্সবিহীন ৪ সমিলে অর্থদণ্ড SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নোয়াখালীতেবিক্রি করায়যুবককে জরিমানাশিয়ালের মাংস