ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহি এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাতটার সময় চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে

নিহত ছাত্রের নাম প্রশান্ত রায় (১৫)। সে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়া গ্রামের শ্যামল রায়ের ছেলে ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ।

প্রত্যক্ষদর্শিরা জানান,প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে প্রশান্ত রায় বাইসাইকেল নিয়ে প্রাইভেটে যাচ্ছিল। সকাল সাতটার সময় ইছামতি কলেজ মোড় বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে বাইসাইকেলর মুখোমুখি সংর্ঘষ হয়।এতে বাইসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে প্রশান্ত রায় মারা যায়।

এই ঘটনায় স্থানীয়রা ঘটনা স্থলে মহাসড়কের উপর ব্যারিকেট দেয়।এতে দিনাজপুরের-সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান, অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি মহাসড়কে যান চালাচল স্বাভাবিক করেন।

এ সময় তারা নিহত প্রশান্ত রায়ের বাড়িতে যান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করেন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।