মাস্ক ব্যবহার না করায় ৫০ জনকে অর্থদণ্ড প্রদান

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : মাস্ক ব্যবহার না করায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ৫০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান- মাস্ক না ব্যবহার না করে বাহিরে চলাফেরা করায়, মাস্ক ঝুলিয়ে রাখায়, পকেটে রাখায় ও করোনার অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে ঐ ৫০ জনের কাছ থেকে মোট ১৩ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় হয়েছে। করোনা সংক্রমন রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।