ট্রাকের ধাক্কায় ভ্যান চালক মিলন নিহত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক মিলন নিহত হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময়‌ ডুমুরিয়া থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে “জিলেরডাঙ্গা-গুটুদিয়া” এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে বেকারি খাদ্য সামগ্রীর নিয়ে একটি ভ্যান চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা চুকনগরগামী বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ট- ২২-১৪৪৪ নম্বর ট্রাকটি বেকারি খাদ্যদ্রব্য বহনকারী ভ্যানটির পিছনে ধাক্কা দেয়। প্রচন্ড আঘাত পেয়ে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ভ্যান চালক মোঃ মিলন গোলদার (৩৮) গুরতর আহত হন।

স্থানীয় লোকজন ডুমুরিয়া ফায়ার সার্ভিস এবং চুকনগর হাইওয়ে থানা পুলিশ আহত মিলনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত ভ্যান চালক মিলন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি গ্রামের মৃত শাহাজান গোলদারের ছেলে। তিনি খুলনা মহানগরীর জিরো-পয়েন্ট এলাকার “মাহিদ ফুড” বেকারীর খাদ্যবাহী ভ্যান চালক ও বিভিন্ন এলাকায় বেকারির খাদ্যদ্রব্য বিক্রয় করতেন।

হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন মজুমদার জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে।