বিরামপুরে ৪’শ ৪৫টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ৪৪৫ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদান ২২ লক্ষ ২৫ হাজার টাকার নগদ অর্থ ইমাম ও মসজিদ কমিটির সভাপতিদের নিকট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক এমপি।

এসময় এমপি শিবলী সাদিক বলেন, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব অনুসরণসহ নানাবিধ কারনে দেশের মসজিদগুলোতে মুসল্লীগণ স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগি করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক মসজিদে অনুদান প্রদান করেছে।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত ৩০ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ওসি মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।