বোরহানউদ্দিনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। খুন হওয়া ছালেম মুন্সি (৫৫)ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হত্যাকারী নসু (৬০) মুন্সি ছালেমের আপন বড় ভাই। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছালেমের বাবার ও কেনা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন বড় ভাই নসুর সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিক শালিসি বৈঠকও হয়েছে। এরপরও এ বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। মাঝে-মধ্যেই এ বিরোধ থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হতো। সর্বশেষ শুক্রবার বিকেলে নসু মুন্সির ছাগলে ছালেম মুন্সির বাগানের কিছু গাছপালা খাওয়া নিয়ে দুভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এসময় নসু মুন্সীর সঙ্গে তার ছেলে আব্বাস মুন্সি, আকতার হোসেন, আকবার মুন্সি ও হাসনাইন ছিল। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালেমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আলামত। ওসি মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় ঘাতক বড় ভাই নসুকে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে আটক করা হয়েছে। ভাইকে খুন করে নসু পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ছালেমের স্ত্রী জয়তুন বেগম বাদী হয়ে নসুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নসুকে ওই মামলায় শনিবার আদালত তোলা হবে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। Share this:FacebookX Related posts: বরিশালে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আরিফ খন্দকার গ্রেফতার বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার মেয়েকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ, প্রধান আসামি আটক তালতলীর গণধর্ষন মামলার আরেক আসামি গ্রেফতার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক আটক বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র-ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার দাদি-নাতির পরকীয়ার জেরে স্বামীকে হত্যা অতপর… সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪ গলাচিপায় পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, গ্রেফতার ৩ টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন SHARES Matched Content অপরাধ বিষয়: ছোট ভাই খুনবড় ভাইয়ের হাতেবোরহানউদ্দিনে