মির্জাগঞ্জে সেনাবাহিনীর টহল

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি ; করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় টহলে আসে সেনাবাহিনী সদস্য। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে। পরে উপজেলার জনগুরুত্বপূর্নস্থানসহ বিভিন্ন সড়কে মহড়া ও মাইকিং করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্য।

এ সময় সেনা ক্যাপ্টেন মোস্তফা হ্যান্ড মাইকে বলেন, আপনার সচেতনায় করোনার প্রতিরোধ ২০সেকেন্ড সাবানপানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। যেখানে সেখানে কফ ও থু-থু ফেলবেন না। হাত দিয়ে মুখ চোখ ও নাক স্পর্স থেকে ভিরত থাকুন। ইতিমধ্যে আক্রন্ত এমন ব্যাক্তিকে এরিয়ে চলুন। হাচি কাশির সময় টিসু বা কাপড় দিয়ে নাক মুখ ডেকে ফেলুন। ব্যবহারিত টিসু-কাপড় ডাকনাযুক্ত ময়লা পাত্রে ফেলুন এবং হাত পরিস্কার করুন।