কুড়িগ্রামে ভতুর্কি মূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ৭, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে ধান কাটামারাইয়ের সুবিধার্থে কৃষকদের মাঝে ভতুর্কি মূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন প্রমুখ।

কৃষি বিভাগ জানায় এ জেলায় ধান কাটামারাই নির্বিঘ্নে করতে ভর্তুকি মূল্যে ২১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। এর মধ্যে ১৩টি বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা ভতুর্কি দিয়ে ১৪ লাখ টাকায় কৃষক সমিতির মাধ্যমে দেয়া হচ্ছে।