ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; চট্টগ্রাম ফটিকছড়ির ফায়ার সার্ভিস এলাকার সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় আরো এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবক সোহেল উপজেলার নারায়ণহাট ইউপির পশ্চিম শৈলকোপা চৌধুরীপাড়া সমাজের আবুল মুনছুর এর ছেলে।

রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা সদর পৌরসভা ৮নং ওয়ার্ড বিবিররহাট বাজারের উত্তর পাশে ফায়ার সার্ভিস এলাকার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত যুবকের এলাকার কাউসার সিকদার ও ইয়াকুব চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। এতে জোরালো ধাক্কা লেগে গুরুতর আহত হন ৩মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলেই ১জন মারা যান এবং বাকি ২জনকে মেডিক্যাল এ পাঠানো হয়।