ফুলবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ীতে ভুট্টার বম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। খরছ কম ফলন বেশি হওয়ায় ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এ অঞ্চলে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। কৃষকরা জানায় ভুট্টা চাষে সেচের পানিসহ খরছ কম লাগে উৎপাদন বেশি হয় ও সাথী ফসল হিসেবে আলু ও ভুট্টা একই সাথে চাষ করা যায়। একারনে এ অঞ্চলে দিন দিন ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। এদিকে ভুট্টার ফলন ও দাম দুটোই পেয়ে হাসি ফুটেছে ভুট্টা চাষিদের মুখে। ভুট্টা চাষিরা বলছেন একর প্রতি চার হাজার থেকে সাড়ে চার হাজার কেজি ভুট্টা উৎপান হচ্ছে, যা অন্য কোন ফসল এতো বেশি উৎপান হয়না। উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন এ মৌসুমে তিন হাজার ২৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্র ছিল, কিন্তু উৎপাদন হয়েছে তিন হাজার ৭৯৮ হেক্টর জমিতে। তিনি বলেন এ অঞ্চলে হাইব্রীট জাতের এনএইচ-৭৭২০, দুর্জয়-৫৫৭৭, ডিকেসি-৯২১৭ ও ৯১৬৫, পাইওনিয়ার-৩৩৫৫, পালোয়ান, মেজর-০৩০৫, সম্রাট ও কেএমএইচবি জাতের ভুট্টা বেশি চাষ হয়েছে। এবং হেক্টও প্রতি ১২টন কওে ভুট্টা উৎপান হচ্ছে বলে তিনি জানান। কৃষি কর্মকর্তা বলেন, বোরো চাষে ভূ-গর্ভের পানি বেশি ব্যবহার হয়, এ কারনে ভূ-গর্ভের পানির স্তর ধরে রাখার জন্য তারা কৃষকদের ভুট্টা চাষ করার উৎসাহ ও পরামর্শ দেন। Share this:FacebookX Related posts: ফুলবাড়ীতে শীলাবৃষ্টিতে ফসলের ক্ষতি: পানিতে ডুবে গেছে ধান পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, আগাম বর্ষায় লোকসানের আশংকা বিরামপুরে কৃষককে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান পঞ্চগড়ে মরিচ ক্ষেতে মড়ক: সংকটে চাষিরা ফুলবাড়ীতে ৩ জুয়াড়ী জেলহাজতে ফুলবাড়ীতে বিদ্যুত স্পৃষ্টে নারীর মৃত্যু পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পঞ্চগড়ের সর্ষে ক্ষেত বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ, দুশ্চিন্তায় কৃষক পাটের বাম্পার ফলনের সম্ভাবনা পঞ্চগড়ের বোদায় মাল্টা চাষিদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠান বেগুনের বাম্পার ফলন, দ্বিগুণ খরচে লোকসানের আশঙ্কা SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকের মুখে হাসিফুলবাড়ীতেবাম্পার ফলনভুট্টার