হালুয়াঘাটে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। গত (৭এপ্রিল) শুক্রবার রাতে হালুয়াঘাট থেকে ঢাকাগামী নাইট কোচ নিলয় নামক গাড়ী থেকে উপজেলার নাগলা বাজার বাস্টষ্টেন্ড থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার উওর ধলডাঙ্গা চেঙ্গের বাড়ী শালজোর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: বাবুল মিয়া (৪২),সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল (৩০)।

অভিযোগ সূত্রে জানাযায়, গত (৬ মার্চ) সোমবার দুপুরে উপজেলার মৃত তালেব হোসেনের ছেলে মো: আবুল কালাম (৫৭) তার ১৫০ সিসি নীল রঙের পালসার মোটর সাইকেল টি উপজেলার পূর্ব কাচারি মসজিদের সামনে রেখে মসজিদে নামাজ

পড়তে যান। নামাজ শেষে মটর সাইকেল টি দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করেও পাননি। এবং পৌর শহরের আশেপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরাই ফুটেজ দেখে দুই জনকে চিহ্নিত করেন।

গত (৭ এপ্রিল) শুক্রবার রাতে হালুয়াঘাট থেকে ঢাকাগামী নাইট কোচ নিলয় নামক গাড়ীতে থেকে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুজ্জামান খান বলেন, মোটর সাইকেল, চোর চক্রের দুই সদস্য কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মোটর সাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।