হালুয়াঘাটে চোরাই ২টি গরুসহ দুই গরু চোর আটক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাই দুইটি গরুসহ দুইজন গরু চোরকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের নামে হালুয়াঘাট থানার সহকারী উপ-পুলিশ পরির্দশক আব্দুল হামিদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক জ্যোতিষ চন্দ্র দেব, সহকারী উপ-পুলিশ পরির্দশক আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৯জুন) দিবাগত রাতে রণপাহারাকালীন সময়ে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি চোরাই গরুসহ দুইজন গরু চোরকে আটক করেন। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করেন। আটককৃত গরু চোর দুজন হলেন, ফুলপুর উপজেলার বড়সোনাই গ্রামের মজিবর রহমানের পুত্র আলতাফ মিয়া (২০) ও একই থানার মোকামিয়া দক্ষিণপাড়া গ্রামের বাবু মিয়ার পুত্র টিটু মিয়া (২৩)।

গরু দুইটির মালিক দাবীদার পুর্ব গোবরাকুড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র জামাল উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গরুগুলি চুরি হয়। পরে রাত আনুমানিক তিনটায় খবর পেয়ে থানায় এসে গরুগুলি নিজের বলে দাবী করেন।

হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক খসরু জানান, থানা পুলিশ কর্র্তৃক উদ্বার হওয়া গরুগুলি পুর্ব গোবরাকুড়া গ্রামের জামাল উদ্দিনের। বিষয়টি নিয়ে তিনি থানা পুলিশের সাথে কথা বলেছেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, চোরাই দুইটি গরুসহ দুইজন গরু চোরকে আটকের ঘটনায় অত্র থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত চোরদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গরুগুলির প্রকৃত মালিক যিনি, তিনি আদালতের মাধ্যমে গরুগুলি আনতে পারবেন বলে জানান।