মধুপুরে বাসে ডাকাতির ঘটনায় চারজন গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল ও গাজিপুর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)। বুধবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ শেস্পাল নামক একটি যাত্রীবাহী বাসে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশি সাত/আট জন ডাকাত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার মাতাবাড়ী জোড়াব্রিজ নামকস্থানে পৌঁছলে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের টাকা ও স্বর্ণের চেইন, মোবাইল ফোন নিয়ে মধুপুর এলাকায় নেমে যায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। পুলিশ সুপার জানান, ঘটনার পর বাসের যাত্রী আরিফুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে ডাকাতের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মোট আটজন ডাকাতিতে অংশ নেন বলে পুলিশকে জানিয়েছে। বাস থেকে তারা ১৩টি মুঠোফোন, একটি স্বর্ণের চেইনসহ মোট প্রায় তিন লাখ টাকার মালামাল লুণ্ঠন করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে। Share this:FacebookX Related posts: পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ শাহজাহান গ্রেফতার রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি, রিমান্ডে ৫ কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ চুরি: চারজন কারাগারে SHARES Matched Content অপরাধ বিষয়: চারজন গ্রেপ্তারবাসে ডাকাতির ঘটনায়মধুপুরে