সংখ্যালঘু কিশোরী অপহরণ-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে সংখ্যালঘু পরিবারের কিশোরীকে (১৬) অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে গাংগোর কমিউনিটি ও রসুলপুর ইউনিয়ন নাগরিক সমাজ।

র‌্যালিটির নেতৃত্ব দেন গাংগোর নাগরিক সমাজের সভাপতি কল্যাণী সিং।

র‌্যালি শেষে মানববন্ধনে রসুলপুর ইউনিয়ন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক আতিক হাসান সকল শ্রেণীর মানুষকে শিশু-কিশোর অপহরণ ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কিশোরী বৃষ্টির অপহরণের বিচারসহ নারীর প্রতি সকল সহিংসতা নির্মুলকরণে সবাইকে ভূমিকা রাখতে বলেন।

রসুলপুর ইউনিয়ন নাগরিক সমাজের সভাপতি ও মানবাধিকার কর্মী সাদেকুল ইসলাম ওই কিশোরী অপহরণ ও নির্যাতনের সুষ্ঠুু তদন্ত ও বিচরের দাবি করেন। সেই সঙ্গে তিনি বর্তমান সমাজের শিশু ও নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন।

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে আজ নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে গেছে। তাই সামাজিক ভাবে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বখাটে ও নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।

অপহরণ ও নির্যাতনের শিকার কিশোরীর মা এ কর্মসূচিতে উপস্থিত থেকে তার মেয়ে অপহরণ ও নির্যাতনের বিচার দাবি করেন।

গত ২৭ মার্চ (সোমবার) ওই কিশোরীকে অপহরণ ও নির্যাতনের তিন দিন পর ৩০ মার্চ (বৃহস্পতিবার) পুলিশ উপজেলার পাড়ইল ইউনিয়নের দুইসতনা গ্রামের শিপনের (২২) বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।