বেগমগঞ্জে ৩০ দোকান পুড়ে ছাই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে মার্কেটে থাকা ক্রোকারিজ দোকান ১৫টি, খাবার হোটেল, আবাসিক হোটেলসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মার্কেটের একটি জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল সোয়া ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও থেকে আরো পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে। Share this:FacebookX Related posts: বেগমগঞ্জে ইউএনওর অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল বেগমগঞ্জে ব্যবসায়ী খুন বেগমগঞ্জে এবার মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলৎকার, আটক ২ বেগমগঞ্জে আ. লীগ সভাপতি গুলিবিদ্ধ বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা পটিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক-২ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত বিপর্যস্ত রায়পুর-আলোনিয়া সড়ক, চরম ভোগান্তি ‘আমাদের গ্রামে কল আছে পানি নেই’ বরকল সীমান্তে দুর্বৃত্তের গুলিতে নিহত ১ ডুবেছে সয়াবিন, কাঁদছে কৃষক পুকুর থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৩০ দোকান পুড়ে ছাইবেগমগঞ্জে