বরকল সীমান্তে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির লংগদু বরকল সীমান্ত এলাকায় দুর্বৃ র গুলিতে গ্রামবাস লক্ষি কুমার চাকমা (৪৫) নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। নিহত লক্ষী চন্দ্র চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি (উখছড়ি) এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষী চন্দ্র চাকমা নামের এক স্থানীয় ব্যক্তির বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা করে। লক্ষী চন্দ্র চাকমা অতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

তাকে হত্যা করার মূল কারণ হিসেবে স্থানীয়দের ধারণা লক্ষী চন্দ্র ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে এখনো যোগাযোগ রাখছেন এবং তাদের হয়ে তথ্য সরবরাহ করছেন।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরে আসলে পরে বিস্তারিত জানা যাবে।