আরও ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন আই সেন্টারের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : আধুনিক চক্ষু চিকিৎসায় তৃতীয় পর্যায়ে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন আই কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরও ৯০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে। এর মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতেই সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা এর আগে ২০টি তারপর ৭০টি আর আজ ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে সারা দেশে আমরা এটি করে দিতে চাই। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি। সরকারপ্রধান বলেন, ২০০৯ সালে সারাদেশে হাসপাতালগুলোতে বেড ছিল ৩৮ হাজার, বর্তমানে তা ৬৭ হাজারে উন্নীত করা হয়েছে। ঢাকা মেডিকেলকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে। দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করার কারণে বর্তমানে অনলাইনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অনেকে। Share this:FacebookX Related posts: বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপালের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ২৮ দিনের রিমান্ডে শেখ রেহানার কাছ থেকে শুনে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট করাতে বললেন প্রধানমন্ত্রী লাইসেন্স প্রদানে অনিয়ম দূর করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ সরকারের সঙ্গে আমার শত্রুতা নেই, নাস্তিকরাই ভুল বোঝায়: বাবুনগরী ফের চালু হচ্ছে করোনা সংক্রান্ত বুলেটিন হেলিকপ্টারে ঢাকায় আনা হলো এমপি বাদশাকে আড়াই বছর পর কারামুক্ত সম্রাট প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ৪৫ উপজেলায়কমিউনিটি ভিশন আই সেন্টারের উদ্বোধন