বেগমগঞ্জে ইউএনওর অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা ইউএনও মাহাবুব আলমের অপসারণ দাবিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তারা বেগমগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করেছেন। একপর্যায়ে নেতা-কর্মীরা পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। দ্রুত ইউএনওকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। মিছিল শেষে পরিষদের সামনে প্রধান সড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বর্তমান ইউএনও দূর্নীতিবাজ ও প্রত্যেকটা কাজে তাকে পার্সেন্টিজ দিতে হয়। গোপনে তিনি বিভিন্ন কাজ করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছেন। তাকে অপসারণ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলতে থাকবে। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুন বেগমগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন মাহাবুব আলম। এর আগে তিনি দাউদকান্দি ইউএনও ছিলেন। ৫ মার্চ তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি। এ বিষয়ে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলম বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি নিজেই জানি না। আর আমার বদলি-পদায়ন সব ঊর্ধ্বতন মহলের হাতে। Share this:FacebookX Related posts: বেগমগঞ্জে ব্যবসায়ী খুন বেগমগঞ্জে এবার মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলৎকার, আটক ২ বেগমগঞ্জে আ. লীগ সভাপতি গুলিবিদ্ধ বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ইউএনওর অপসারণ দাবীতেঝাড়ু মিছিলবেগমগঞ্জে