কুমিল্লায় ট্রলার ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ অনলাইন ডেস্ক : কুমিল্লার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এখনো নিখোঁজ রয়েছেন এক শিশু। সোমবার দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। তামান্না আক্তার (৫) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও মৃতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি গ্রামের বাসিন্দা। তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দড়িগাও গ্রামের উদ্দেশ্যে দুপুর পৌনে ২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। নদীতে অব্যবস্থাপনায় গড়ে ওঠা মাছ ধরার ঘেরে ট্রলার আটকে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল বলেন, হতাহতরা তিতাস উপজেলার রায়পুর গ্রাম থেকে মেঘনার একটি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন বলে তারা জানতে পেরেছেন। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা একই পরিবারের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। মেঘনা থানার ওসি ছমিউদ্দিন বলেন, ট্রলার ডুবে তিনজন মারা গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। Share this:FacebookX Related posts: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পানিতে: স্বামী-স্ত্রীসহ নিহত ৩ কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু সরাইলের এএসপিও প্রত্যাহার রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ রাঙ্গামাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু বান্দরবানে নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে পুলিশ সোর্সকে মারধরের অভিযোগে এসআই ক্লোজড SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: একই পরিবারের ৩ জনের মৃত্যুকুমিল্লায়ট্রলার ডুবে