কুমিল্লায় ট্রলার ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

অনলাইন ডেস্ক : কুমিল্লার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এখনো নিখোঁজ রয়েছেন এক শিশু।

সোমবার দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। তামান্না আক্তার (৫) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ও মৃতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি গ্রামের বাসিন্দা। তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দড়িগাও গ্রামের উদ্দেশ্যে দুপুর পৌনে ২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। নদীতে অব্যবস্থাপনায় গড়ে ওঠা মাছ ধরার ঘেরে ট্রলার আটকে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল বলেন, হতাহতরা তিতাস উপজেলার রায়পুর গ্রাম থেকে মেঘনার একটি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন বলে তারা জানতে পেরেছেন। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা একই পরিবারের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মেঘনা থানার ওসি ছমিউদ্দিন বলেন, ট্রলার ডুবে তিনজন মারা গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।