করোনা সন্দেহে লাশ দাফনে এগিয়ে এলো না কেউ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির লাশ দাফনে কেউ এগিয়ে আসেনি। পরে কয়েকজন স্বেচ্ছাসেবী এগিয়ে যান। মঙ্গলবার রাতে উপজেলার ফাজিল ব্যাপারীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত চাঁন মিয়া (৪০) ফেনীর একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে সোমবার তিনি বাড়ি ফেরেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করে দেয়।

এদিকে, করোনা সন্দেহে আত্মীয়-স্বজন কিংবা এলাকাবাসীর কেউই উদ্যোগ না নেওয়ায় মৃতের লাশ দাফন হচ্ছিলো না গভীর রাত পর্যন্ত। এমনকি ভয়ে পালিয়ে যান এলাকার আশপাশের লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ খবর পৌঁছে গেলে মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব দাফন-কাফনের উদ্যোগ নেন।

করোনায় আক্রান্ত কিংবা করোনার সন্দেহে মৃত ব্যক্তির দাফনের জন্য গঠন করা স্বেচ্ছাসেবী দলের তালিকা থেকে সাতজনকে নিয়ে ছুঁটে যান মৃত চাঁন মিয়ার বাড়িতে। ১০ জনের ওই টিমটি ধর্মীয় সকল রীতিনীতির মাধ্যমে মৃতের গোসল, জানাজা ও দাফন-কাফনের ব্যবস্থা করেন।

ডা. রেজাউল করিম রাজীব জানান, করোনার উপসর্গ থাকায় চাঁন মিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। যখন শুনলাম মৃতের দাফন-কাফনের জন্য কেউ কোনো উদ্যোগ নেয়নি। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে আমি এগিয়ে যাই। টিমের সদস্যদের সাহস জোগাতে হাত লাগাই দাফন-কাফনে। সুরক্ষা সামগ্রী পড়ে সকল নিয়ম মেনে আমরা এ কাজ সম্পন্ন করি।