জয়পুরহাটে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোসহ আজ শুক্রবার নানা কর্মসূিচর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে জয়পুরহাটে।
  বিজয় দিবস উদযাপনে শুক্রবার সূর্যোয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নেতৃত্বে জেলা প্রশাসন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, পুলিশ সপার, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের স্মরেণ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহনে শরীরর্চ্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মহান বিজয় দিবস উদযাপনে অন্যান্য কর্মসূিচর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা, শিশু-কিশোরদের অংশগ্রহেণ মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাংকন, সংগীত-নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মহিলাদের অশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচিন আয়োজন করা হয়।  

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।