জয়পুরহাটে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৩ জন প্রবাসী

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : জেলায় সোমবার সকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮০ জন জন প্রবাসী। যা গত ২৪ ঘণ্টায় নতুন যোগ হয়েছে ৩৩ বলে জানান জানান সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা।

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানায়, কোয়ারেন্টাইনে থাকায় মেয়াদপূর্ণ হওয়ায় গত ২৪ ঘন্টায় ৫২ জনকে মুক্ত ঘোষনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে মোট মুক্ত ঘোষণা করা হলো ১৩৭ জনকে। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির আইসোলেশন ওয়ার্ডে থাকা ২০ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অপরদিকে কালাই উপজেলার নান্দাইল দিঘী লকরগ্রাম এলাকার এক মুরগি ব্যবসায়ী পরিবারের চার সদস্যকে (জ্বর, সর্দিতে আক্রান্ত হওয়া) করোনা ভাইরাস সন্দেহে নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিয়ারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার সকালে। এদেরকে গোপীনাথপুরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই পরিবারের আরও ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মোঃ তানভির হোসেন।

এদিকে জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সামছুল আলম দুদু এমপি বলেন, সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ক্ষার যুক্ত সাবান ও মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত ভাবে চলছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার গুলোতে বিøচিং পাউডার মিশ্রিত পানি ( জীবাণু নাশক) স্প্রে করা হচ্ছে। অপর দিকে, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সহযোগিতায় প্রতি ঘরে ঘরে সাবান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অপরদিকে জেলার কর্মহীন দিনমজুরদের জন্য সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩’শ মেট্রিক টন চাল ও ৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং স্থানিয় প্রশাসন জনপ্রতিনিধিদের সহযোগিতায় দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত ভাবে চলছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।