পঞ্চগড়ের বোদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ালীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সহ-সভাপতি আজহার আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জিল্লু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছারুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।