ট্রলারের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২ অনলাইন ডেস্ক ; ভোলার চরফ্যাশনের সাগরের মোহনায় জেলেদের ট্রলারে রান্নায় ব্যবহারিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। রোববার রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই ট্রলারে থাকা জেলেরা গুরুতর আহত অবস্থায় দগ্ধ তিনি জেলেকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। দগ্ধ জেলেরা হলেন চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মো. মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ। ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে এতে তিন জেলে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কাছে থাকা জেলে নুর আলমের শরীরের বেশি অংশ পুড়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই ক্ষত রয়েছে। তাদেরকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার জানান, খবর পেয়ে তৎক্ষণিক দগ্ধ তিন জেলেকে অপর জেলেদের সহায়তায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন। দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নেয়া হবে। Share this:FacebookX Related posts: নানা আয়োজনে ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক মির্জাগঞ্জে ইউপি সদস্যকে জরিমানা মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দীর্ঘ ৭ বছর পর ভোলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন বাউফলে খালের বাঁধ অপসরণ না করায় জনদুর্ভোগ চরমে জনস্বাস্থ্য হুমকীর মুখে ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নিষিদ্ধ জালে নদী ও চরাঞ্চলের জীব বৈচিত্র হুমকিতে টাকার অভাবে ঘর তুলতে পারছে না অসহায় খাদিজা SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রলারেরদগ্ধ ৩সিলিন্ডার বিস্ফোরণ