ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশায় পানিতে ডুবে বায়েজিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ ওই এলাকার বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ী লালন শাহ (৩৬) এর বড় ছেলে ।

পরিবার ও স্বানীয়সূত্রে জানা যায়, ওইদিন সকালে বাড়ির উঠানে খেলা করছিল সে। বায়েজিদ খেলাধুলার এক পর্যায়ে বাড়ির সামনের ডোবায় পড়ে নিখোঁজ হয়েযায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্বানীয়রা গাছতলা বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।