দীর্ঘ ৭ বছর পর ভোলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ অনলাইন ডেস্ক : গৌরাঙ্গ চন্দ্র দে সভাপতি, অসীম কুমার সাহাকে সাধারণ সম্পাাদক ও প্রণয় কুমার সাহাকে সাংগঠনিক সম্পাাদক করে দীর্ঘ ৭ বছর পর ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, শিবু কর্মকার, বিকাশ মজুমদার, সমীর দাস, এডভোকেট জয়ন্ত বিশ্বাস ও মনরঞ্জন চন্দ্র জয়হিন্দ্র। পাশাপাশি যুগ্ন সাধারণ সম্পাাদক পদে রয়েছেন রবিশ্বর হাওলাদার, কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু ও বিশ্বজিৎ গুহ। এছাড়া কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকার, দপ্তর সম্পাাদক রত্নেশ্বর হাওলাদার, প্রচার সম্পাাদক কমল বৈদ্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাাদক অতনু করনজাই, শিক্ষা ও গবেষণা সম্পাাদক রামকৃষ্ণ বনিক দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাাদক মৃদুল চন্দ্র দে, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাাদক অমিতাভ রায় অপু। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৩০ আগস্ট দ্বিতীয় বারের মতো অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র দে কে সাধারণ সম্পাাদক করে দুই বছরের জন্য ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১৫ সালে ওই কমিটির মেয়াদ শেষে হলেও গত পাঁচ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিলো। এদিকে অনুমোদন পাওয়ায় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নতুন কমিটির পক্ষ থেকে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীকে প্রাণঢালা অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। Share this:FacebookX Related posts: মির্জাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সহাস্রাধিক শিক্ষার্থীদের শপথ ১৩ বছর পর সেই খলিল আটক বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু কুয়াকাটায় অর্ধগলিত লাশ উদ্ধার মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন ভোলার দুই পৌরসভায় নৌকার জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: কমিটি গঠনদীর্ঘ ৭ বছর পরভোলা পূজা উদযাপন পরিষদের