যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকার মোকাবেলা করছে: র্যাব ডিজি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২ অনলাইন ডেস্ক ; যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা সরকার মোকাবেলা করছে বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন। রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এটা সরকার মোকাবেলা করছে। আমাদের কাছে তারা যেসব প্রশ্ন করছে, যেসব প্রশ্ন জানতে চেয়েছে আমরা সবগুলোর যথাযথ জবাব দিয়েছি। আমরা জবাব দেওয়ার পরে তারা আর কোন প্রশ্ন আমাদের কাছে করতে পারেনি।’ র্যাবের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার তো আমাদের বিষয় না। র্যাবের সংস্কার করবে কি করবে না এটা সরকারের বিষয়। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকার প্রয়োজন মনে করলে সংস্কার করবে। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি, র্যাবের সংস্কার প্রয়োজন নেই।’ এম খুরশীদ হোসেন বলেন, ‘র্যাব হচ্ছে এলিট ফোর্স। র্যাব এ দেশের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক এবং নিরাপত্তার প্রতীক ও ভালবাসার প্রতীক। যারা এ দেশের অপশক্তি, যারা সন্ত্রাসী, যারা মাদক ব্যবসায়ী তাদের কাছে আতংকের প্রতীক। র্যাব তার বিধিবিধান ও প্রচলিত আইন কানুন আছে- তা মেনেই কাজ করে।’ তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির আলোকে র্যাব ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের অরাজকতা বা নাশকতার প্রশ্রয় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে র্যাব ফোর্সেস এর প্রতিটি সদস্য মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বুকে ধারণ, দেশের আইন-শৃঙখলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছে। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে আমরাও এই উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হতে কাজ করে যাব।’ এর আগে র্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন র্যাব প্রধান। এ সময় র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, এডিজি কর্ণেল মো. কামরুল হাসান, এডিজি (এডমিন) ডিআইজি ইমতিয়াজ আহমেদসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: দেশে মাদকসেবী ৮০ লাখ : র্যাব ডিজি বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ল ৭ দিন সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা রিজেন্টের এমডির তথ্যের ভিত্তিতে সাহেদ গ্রেফতার: র্যাব ডিজি মেজর সিনহা হত্যা মামলার অগ্রগতি ইতিবাচক: র্যাব ডিজি সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্লাইট শুরু ২৯ ডিসেম্বরে ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রেরর্যাব ডিজিসরকার মোকাবেলা করছে