ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি : ‘পড়ব বই, গড়ব দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২০) জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, বইপাঠ ও বিতর্ক প্রতিযোগিতা, পাঠাগার প্রতিষ্ঠাতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়েছে।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক থেকে মোঃ জোহর আলীর নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সরকারি গণগ্রন্থাগার চত্বরে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জোহর আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মোঃ মাসুম বিল্লাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সরকারি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ ও মাস্টার জহির উদ্দিন মিয়া প্রমুখ।

স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ছিলেন বিশেষ আলোচক। পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি দু’জন বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।